Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Announcement
Details

এতদ্দ্বারা ভূমি মালিক/ক্ষতিগ্রস্ত ব্যক্তি/স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণকে এ মর্মে অবগত করা যাচ্ছে যে, নিম্ন তফশিল বর্ণিত সম্পত্তি সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য নিরালা আবাসিক এলাকা হতে সিটি বাইপাস রোড পর্যন্ত অংশের সড়ক নির্মাণ প্রকল্পের জন্য জনকল্যাণমূলক উদ্দেশ্য ও জন স্বার্থে অধিগ্রহণ করার জন্য স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হকুম দখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এর ৪(১) ধারা মোতাবেক ০৬/০৪/২০২৫ খ্রি. প্রাথমিক নোটিশ প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের প্রতিনিধি ও প্রত্যাশী সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ০৬/০৩/২০২৫ খ্রি. ধারণকৃত ভিডিও চিত্র ও স্থিরচিত্র ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে বিস্তারিত তথ্যাদি উল্লেখ পূর্বক নির্ধারিত হকে যৌথ তদন্তের ফিশুবহি প্রস্তুত করা হয়েছে।


অত্র গণবিজ্ঞপ্তি প্রকাশের ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে যৌথ ভালিকা। ফিল্ডবুকে অবকাঠামো/ঘরবাড়ি অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের নিকট ও জমির মালিকানা। স্বার্থ সংশ্লিষ্টতা সম্পর্কিত বিষয়ে জেলা প্রশাসক, খুলনা মহোদয়ের নিকট আবেদন/ আপত্তি দায়ের করতে পারবেন।


Publish Date
27/07/2025
Archieve Date
31/08/2025