Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
NOC of Mr, Usuf ali Akon
Details

জেলা প্রশাসক, খুলনা মহোদয়ের ০৭.১১.২০২৩ খ্রিস্টাব্দের ০৫.৪৪.৪৭০০.031.18.029.23- ১৮৬২/১ নম্বর অফিস আদেশের পরিপ্রেক্ষিতে জনাব মোঃ ইউসুফ আলী আকন, অফিস সহায়ক, খুলনা সদর ইউনিয়ন ভূমি অফিস, খুলনা সদর, খুলনাকে উন্নত চিকিৎসার জন্য ভারত গমনের নিমিত্ত ২০.১১.২০২৩ খ্রিস্টাব্দ হতে ১৯.১২.২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে ৩০ (ত্রিশ) দিনের পূর্ণগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছে। সেপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মচারীকে ১৩.১২.২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে ১১.০১.২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ৩০ (ত্রিশ) দিনের অর্জিত ছুটির অনুমতি প্রদান করা হলো । 

০২। এমতাবস্থায়, বহিঃবাংলাদেশ (ভারত) ভ্রমণের অনুমতি প্রদান করায় সংশ্লিষ্ট কর্মচারীকে ১৩.১২.২০২৩ খ্রিস্টাব্দ থেকে ১১.০১.২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ৩০ (ত্রিশ) দিনের অর্জিত ছুটির অনুমতিসহ কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হলো ।   


(আরিফুল ইসলাম) 

সহকারী কমিশনার (ভূমি)

খুলনা সদর,খুলনা।

Publish Date
11/12/2023
Archieve Date
16/01/2024