সার্কিট হাউজ ময়দান, খুলনাতে আগামী ১৬-১৭ নভেম্বর ২০২২ তারিখে দুই(২) দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মেলার স্লোগান: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা
গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর
গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর
১ নভেম্বর, ২০২২ থেকে ২০ নভেম্বর, ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (innovationquiz.a2i.gov.bd) নিবন্ধন করা যাবে।
৩০ নভেম্বর, ২০২২ রাত ০৮.০০ থেকে রাত ০৯.০০ টার মধ্যে যেকোনো ২০ মিনিট।
জাতীয়ভাবে কুইজে অংশগ্রহণকারী তিনটি গ্রুপের প্রথম ৩ জন বিজয়ীর জন্য থাকছে ল্যাপটপ/মোবাইল, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার।
এছড়াও স্থানীয়ভাবে উপজেলা ও জেলা পর্যায়ের প্রতি গ্রুপের প্রথম ৩জন বিজয়ীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
রুপকল্প ২০৪১, উদ্ভাবন ও স্মার্ট বাংলাদেশ, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ, করোনাকালীন পরিস্থিতিতে সরকার গৃহীত উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২০৭১, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল অর্জন ও অন্যান্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস