ভিশন: ভিশন ২০২১ বাস্তবায়নে খুলনা সদর ভূমি অফিস বদ্ধ পরিকর। ভিশন ২০২১ বাস্তবায়নে খুলনা সদর ভূমি অফিস যেসব ভিশন নিয়ে কাজ করছে তা হল:- * online ভূমি সেবা প্রতিষ্ঠা * GOOD GOVERNANCE প্রতিষ্ঠা * দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রযন্ত্র প্রস্তুত
|
মিশন: খুলনা সদর ভূমি অফিস এর অঙ্গীকারবদ্ধ ভিশন বাস্তবায়নে যে সকল মিশন গ্রহণ করেছে তা হল: # GOOD GOVERNANCE ও দুনীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রযন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগনের আবেদনকৃত সকল সেবা সিটিজেন চার্টার অনুযায়ী নিষ্পত্তি করা। খুলনা সদর ভূমি অফিসকে দুনীতিমুক্ত রাখতে অঙ্গীকারাবদ্ধ কোন ব্যক্তিকে যদি অত্র অফিসে র যে কেউ অনৈতিক সুবিধা দাবী করে তবে তা সহকারী কমিশনার (ভূমি) কে তাৎক্ষনিক জানানোর জন্য "মুঠোফোনে ভূমী সেবা চালু করা হয়েছে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস