Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিলাম বিজ্ঞপ্তি
বিস্তারিত

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন “খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ” প্রকল্পের আওতাধীন অধিগ্রহণকৃত ০.১২ একর জমির উপরিস্থিত ঘরবাড়ি/অবকাঠামো অপসারণের নিমিত্ত নিলামে বিক্রয়ের লক্ষ্যে আগামী ১০/০৬/২০২৪ খ্রিষ্টাব্দ সোমবার বেলা ৪:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে নিলাম কমিটির উপস্থিতিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হবে।

আগ্রহী ক্রেতাগণকে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকাশ্য নিলাম ডাকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তাবলী

০১। নিলাম ডাকে অংশগ্রহণের পূর্বে উক্ত ঘরবাড়ি/অবকাঠামো সরেজমিন দেখার জন্য অনুরোধ করা হলো।

০২। নিলাম ডাকে অংশগ্রহণকারী নিলাম শুরুর ৩০ মিনিট পূর্বে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দাখিল করতঃ নাম ঠিকানা লিখে জামানত হিসেবে সরকার কর্তৃক নির্ধারিত নিলামের ভিত্তি মূল্যের ২০% টাকা নগদ জমা দিয়ে ডাকে অংশগ্রহণ করতে হবে (সর্বোচ্চ ডাককারী বাদে ডাক শেষে জামানতের অর্থ ফেরৎযোগ্য)।

০৩। সর্বোচ্চ ডাককারীর অনুকূলে কর্তৃপক্ষ কর্তৃক অপসারণের সিদ্ধান্ত গৃহীত হলে পত্র প্রাপ্তির ০২ (দুই) কার্যদিবসের মধ্যে ডাকের সমুদয় টাকা সহ ডাকের মোট টাকার উপর বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর দাখিল করতে হবে। ব্যর্থতায় জমাকৃত টাকা বাজেয়াপ্ত হবে। 

০৪। সর্বোচ্চ ডাককারীকে কার্যাদেশের পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে উক্ত ঘরবাড়ি/অবকাঠামোর মাটির উপরিস্থিত ও নিম্নের নির্মাণ সামগ্রী নিজ খরচে অপসারণ করতে হবে। এর জন্য কোন আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

০৫। ভবনগুলো অপসারণের সময় বৈদ্যুতিক লাইন, প্রতিবেশীদের সীমানা প্রাচীর ও জনসাধারণের কোন প্রকার ক্ষতি সাধন করা যাবেনা। এর ব্যতয় ঘটালে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।

০৬। ০৪ টি ভবনের জন্য ০৪ টি পৃথক প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হবে।

০৭। যে কোন প্রকার নিলাম কার্যক্রম গ্রহণ, বাতিল এবং পুন:নিলাম আহবান করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/06/2024
আর্কাইভ তারিখ
29/08/2024